ইমরান খানের ওপর গুলি চালানোর কারণ জানিয়েছেন অভিযুক্ত এক হামলাকারী। ক্যামেরার সামনে ওই হামলাকারী বলেন, ইমরান মানুষকে বিভ্রান্ত করছিলেন বলে তিনি তাকে হত্যা করতে এসেছিলেন।

ওই যুবক বলেন, আমি ইমরান খানকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছিলাম, আর কাউকে মারার উদ্দেশ্য ছিল না। আমি হামলা চালানোর জন্য মামার মোটরসাইকেলের দোকান থেকে মোটরসাইকেল নিয়েছিলাম।

এ ঘটনায় আর কেউ জড়িত নয় দাবি করে হামলাকারী যুবক বলেন, আমার সঙ্গে এ ঘটনায় আর কেউ জড়িত নয়। আমি একাই এ ঘটনার সঙ্গে জড়িত।

হামলাকারী আরও বলেন, মানুষকে বিভ্রান্ত করার বিষয়টি আমি সহ্য করতে পারিনি, তাই তাকে খুন করতে আসছি। আমি তাকে হত্যার সর্বোচ্চ চেষ্টা করেছি।

ইমরান খানের সর্বশেষ অবস্থা জানিয়ে কুরেশি বলেন, এই হামলা শুধু ইমরান খানের ওপর নয়, পুরো পাকিস্তানি জাতির ওপর।
এর আগে পিটিআই দলের নেতা ইমরান ইসমাইল বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রীর পায়ে তিন থেকে চারটি গুলি লেগেছে।
গুলিবিদ্ধ ইমরানকে লাহোরের শওকত খানুম হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। পিটিআই নেতা ওমর আইয়ুব খান জানিয়েছিলেন, হাসপাতালে জরুরি বিভাগে ইমরানের অস্ত্রোপচার হবে। পরে চিকিৎসকরা বিস্তারিত জানাবেন।

এদিকে, ইমরান খানের ওপর হামলার পর পাকিস্তানজুড়ে বিক্ষোভ করছেন পিটিআই নেতা-কর্মীরা। কোয়েটায় এয়ারপোর্ট রোড ব্লক করেছেন বিক্ষোভকারীরা। এতে দীর্ঘ যানজট দেখা দিয়েছে।করাচিতেও বেশ কয়েকটি স্থানে বিক্ষোভের খবর পাওয়া গেছে। মারদানেও রাস্তায় নেমেছেন পিটিআই কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *